ক্রিকেট খেলায় ওঠছে ধ্বনি
মার ছক্কা মার চার,
দশটি দেশের সব খেলোয়ার
ব্যাটে বলে দিছে ধার।
উপচে পড়া গ্যালারিতেই
আছে দেশের সাপোর্টার,
বলছে সবাই চিৎকার করে
মার ছক্কা মার চার।
ক্রিকেট খেলার উন্মাদনায়
দারুণ তুঙ্গে বিশ্বকাপ,
কারা পাবে এবার যে কাপ
কাদের বাড়বে অনুতাপ?
ক্রিকেট খেলার এই আসরে
ভারত হচ্ছে আয়োজক,
জিতুক খেলে দেশের ছেলে
গৌরবে শীর উঁচু হোক।