চারিদিকে চলছে হাহাকার
করছে সকলে অশ্রুপাত,
দিশেহারা ছুটছে দিক্বিদিক
ফেলছে হারিয়ে পথ।
মানুষের এই ক্রান্তিলগ্নে
শুনাবে কে সাম্যের বাণী,
আবার কবে ফুটবে হাসি
ঘুচবে এই হানাহানি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com