ডোবার ধারে কোলা ব্যাঙ ঐ
নাচে হেলে-দুলে,
আনন্দেতে ঘ্যাঙর ঘ্যাঙর
ডাকের তুফান তুলে।
পোকা-মাকড়, মলা-ঢেলা
খেয়ে সাবাড় করে,
দারকিনা আর চুনোপুঁটি
তাহার ভয়ে মরে।
চলাফেরায় মহারাজা
লম্ফ মারে জোরে,
গায়ের ধাক্কা খেয়ে মশা
ছিটকে দূরে পড়ে।
একদিন হঠাৎ কোলা ব্যাঙটি
ঝাপসা দেখে চোখে,
শিকার ধরতে আহা নিজেই
সাপের মুখে পড়ে।