কোরবানির ঈদ মুসলমানদের
উৎসব বলে জানি,
কোরবানি দেই হালাল মেনে
চতুষ্পদী প্রাণী।
পবিত্র ঈদ এলে আমরা
কোরবানি ভাই কিনি,
হালাল আয়ে পশু আনবো
যদি আল্লাহ্ মানি।
কোরবানির মান বর্ণনাতীত
কোরআন হাদীস কহে,
কোরবানি তাই দেবো আমরা
হারাম আয়ে নহে।
গরীব-দু:খী, স্বজনদের ভাগ
যেনো হয় ভাই সঠিক,
ইসলাম ধর্মে কৃপণতা
একেবারেই বেঠিক।
গোশত পেতে, কাঁদে গরীব
জিরো মায়ার রেখা,
ঈদের দিনের উৎসবেও
মিডিয়ায় যায় দেখা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com