কেউ কিনে গরু
কিনে ছাগল ভেড়া
কারো চাই মহিষ
একটু ঘাড় ত্যাড়া।
কে নিলো বড় গরু
কারটা চকচকে
মোটাতাজা হওয়া চাই
একদম ঝকঝকে।
কোরবানির তাকওয়া
মোটাতাজা পশু নয়
ধোঁয়া ওঠা কাবাবের
রসালো ঘ্রাণ নয়।
খোদার রাস্তায় ত্যাগে
কোরবানি দিতে হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com