আমিও একদিন ঝরে যাবো
শিশিরের নি:শব্দ পতনের মতো।
আমিও একদিন
ঝরা বকুলের মতো গন্ধ বিলাবো
মায়াভরা ভরা সবুজের নরম গালিচায়।
আমিও একদিন
কাশফুলের মতো হারিয়ে যাবো
শিউলি ঝরা শরতের আঙিনায়।ণ
আমিও একদিন
পথের মাঝে পথ হারাবো
তেপান্তরে দুরের কোন গায়।
আমিও একদিন
মেঘের মতো মিলিয়ে যাবো
অঝোর বর্ষায়।
আমিও একদিন
একাকী বিষন্ন দুপুরের মতো
পরশ ছড়াবো
হিজল-তমাল, তরুছায়।
আমিও একদিন
সপ্তপর্ণীর মতো মন ভেজাবো
মনেরই জোছনায়
আমিও একদিন
তারাভরা আকাশ হবো
নিশীথ রাতের নিমগ্নতায়।
আমিও একদিন
সাত রঙে আঁকা রংধনূর আকাশ হবো।
সোনালী রোদের
বয়ে যাওয়া বিকেলের
দিগন্ত জোড়া প্রসন্নতায়
অসীম সে মমতায়।
আমিও একদিন
আগুন রাগে ফাগুন ছড়াবো
শাল্মলী -পলাশের শাখায় শাখায়।
আমিও একদিন
সাহারার বালুময় প্রান্তরে হারিয়ে যাব
বৈরী ঝড়ের মরু হাওয়ায়।
অত:পর
আমি কোন একদিন
শুভ সকলে
নাস্তার টেবিলে
শিরোনাম হব। পত্রিকার পাতায়
তোমরা সকলেই ভালো থেক
স্বর্ণালী দিনের প্রতীক্ষায়।