মা, হারা মেয়েটা তার বাবাকে বলে,
কোথায় নিয়ে গেলে তুমি মা'কে।
রাতে ঘুমানোর সময় মা কেন আসে না,
সেই যে সবাই মিলে পালকিতে করে মা'কে নিয়ে গেলে।
সবাই আসলে ফিরে মা,কেন আসলো না বাবা,
যাওনা তুমি মা'কে বলো, আর কখনো দুষ্টুমি করবো না আমি।
ইস্কুলে যাওয়ার সময় হলো যে আমার,
বাবা যাওনা তুমি মা'কে নিয়ে আসো।
আমি আর দুষ্টুমি করবো না কথা দিলাম,
সকালের নাস্তা ইস্কুলের ব্যাগ কে গুছিয়ে দেবে।
যাওনা তুমি বাবা মা'কে নিয়ে আসো,
গতরাতে জেগেছিলাম মা কখন আসবে বলে।
ঘুমে চোখ দুটি বন্ধ হয়ে যাচ্ছিলো,
তবুও আমি ঘুমাইনি।
মায়ের বুকে মাথা রেখে ঘুমাবো বলে,
যাওনা বাবা মা'কে নিয়ে আসো তুমি...
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com