চোখের মণি প্রিয়তমা
কোথায় আছো তুমি,
শুনিনি কি কখন থেকে
ডাকছি তোমায় সুমি?
তুমি আমার পরাণ পাখি
তাই তো এত ডাকি,
কেনো তবে দূরে থেকে
দাও গো এত ফাঁকি!
জানো না কী তোমায় ছাড়া
জীবন মরুভূমি?
দৃষ্টি আমার যত দূর যায়
দেখি শুধু তুমি।
বুঝেও কেনো বুঝো না হায়
আমার ভালোবাসা,
তুমি আমার প্রথম দেখা
হাজার স্বপ্ন আশা।
আর যাবে না ভুলেও কিন্তু
আমায় রেখে দূর,
সত্যিই তুমি আড়াল হলে
পেটা-টা আমার পুড়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com