বিদ্বিষার শহরে শুধু গুমরে মুচরে যাওয়ার কলরব শিক্ষা আজ বিনষ্ট,
নীতি আজ বাজারের সস্তা পন্য
সাধারণ জনগণের নিরব আকুতি, নেতা তখন নকল সরব
কালপ্রিটের শহরে চরা দামে বিক্রি হচ্ছে অসহায়ের মুখের পন্য।
শহরের ধুলোবালির ন্যায় মিত্রের অচেনা আচরণ
তথাকথিত আইনের অপব্যবহার।
মুখোশধারী কালপ্রিট যেখানে জনগণের প্রধান
প্রতিবাদী কবির নিরব লিখনীতে, তাকে করা হয় প্রতিনিয়ত প্রহার।
সুশীলতা বিক্রি হচ্ছে চরা দামে, বেড়েছে দুর্নীতি
মুখোশধারী নেতার নব আইনে, অঙ্কিত হচ্ছে কুটনীতি।
জ্বলছে আগুন ঘরে ঘরে, লোপ পেয়েছে স্বাধীনতা
গরীবের বক্ষে লাথি মারা হচ্ছে, কোথায় ঠেকছে তবে মানবতা?