কোথাও কেউ নেই !
নদীর ধারে, ঘাসের মাঠে-
হলুদ ফুল বাগান আর কবিতা পাঠে।
কোথাও কেউ নেই !
রাতের নীরবতায়, জোনাকির আলোতে
হতাশা আর সীমাহীন দুখের দিনগুলোতে।
কোথাও কেউ নেই !
গিটারের সুর কিংবা বাউল গানে
ঠোঁটের কোনের হাসি কিংবা অভিমানে !
কোথাও কেউ নেই !
মাটির বিছানায়, অন্ধকার পথে-
না পাওয়ার বেদনায় কিংবা ব্যর্থতার সাথে।
কোথাও কেউ নেই,
আজ কোথাও কেউ নেই !