অনুভবের পথে আকৃতি খোঁজে
কেবলই লুট হয় ভাবনার কারুকাজ!
দিপান্তরী মন অজানা জৌলুসে
পূবালী হাওয়ায় স্বপ্ন ভাসায় ক্ষণে ক্ষণে।
অনাবৃত আক্ষেপ, বিষন্নতা, দীর্ঘশ্বাস
সময়ের আলনায় ঝুলে থাকে
এদের ধারণ করে বেহাত ঘুম, স্বস্তি;
তারচে ঢেড় ভালো ওসব সিগারেটের ধোঁয়ায়
উড়িয়ে দিই এলোমেলো বাউরি হাওয়ায়।
'সখি ভাবনা কাহারে বলে... ' গান শুনতে শুনতে
গা এলিয়ে আবারো কল্পিত আখ্যানে
হারিয়ে যাবো দূরে বহুদূরে, অনুভবের পথে...!
যে পথ একদিন মিলনে, বিচ্ছেদে,
বেদনায় দু'জনের-ই ছিলো!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com