কেউ বলোনা কথার কথা
কেউ বলোনা এমনি,
বলবে কথা সবসময়ই
আসল টুকুই অমনি!
কেউ বলোনা কেমন আছো
আপন দু:খের যত কথা,
নইলে পরে আছাড় মেরে
সেই ছুটাবে তোমার মাথা!
কেউ বলোনা সুখের ঠিকানা
জুটবে অহেতুক কত কী,
খুবই কি প্রয়োজন আছে
অকারণে ডাকা নিজর ক্ষতি?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com