তাকে কৃষ্ণচূড়ার সাথে
উপমা দিলেও বুঝি তা কম হয়ে যাবে।
তাই আজ-ও দিনের বেশিরভাগ মুহূর্তই কাটে ফুলবাগানে, ফুল খুঁজি।
সে বলেছিলো তার গোলাপ ভালো লাগে
অথচ আমি এনেদিয়েছিলাম কিছু কৃষ্ণচূড়া।
আর সে অভিমানে বলেছিলো লাগবে না।
কিন্তু সে এটা বোঝোনি
এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে সুন্দর ফুল
কৃষ্ণচূড়া এবং প্রিয়তমা সে!
আজ-ও কোনো স্নিগ্ধ ভরে হাঁটতে গিয়ে
হঠাৎ,কৃষ্ণচূড়ার দিকে চোখ পড়লে আমি
তার কথা ভাবি। হয়তো আমার প্রস্থানে
অন্য কেউ আজ তার কাছে নিয়ে যাচ্ছে গোলাপ গুচ্ছ।
যেমন ডাক পিওন নিয়ে যায় চিঠি তার মালিকের কাছে।
আজ এই বৃষ্টির মৌসুমে
গাছে ভালোবাসার ফুলটি থাকলেও
পাশে ভালোবাসার মানুষটি নেই।
তাইতো কৃষ্ণচূড়ার দিকে চোখ পড়লে
তার প্রতি জন্ম নেয় এক বিষাদের অনুভূতি।