আমি কৃষক চাষাভুষা
মোটেও এত শিক্ষিত নই।
মাটির সাথে আত্মার সম্পর্ক
কৃষিকাজে নিয়োজিত রই।
ফসল ফলাই পাইনা তবুও
ন্যায্য দাম,লস আর লস।
এ খাটাখাটি বৃথা শ্রম
সংসার চলেনা কৃষির উপর।
আর করবোনা চাষাবাদ,
দেখবো তোরা কি খাস।
বাই ছুটে চাকরি খোঁজে,
চাষাবাদ করবে কার বাপ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com