কুণি ব্যাঙ, বাওয়া ব্যাঙ
নাচছে তাদিং তাদিং,
আজকে নাকি কুলা ব্যাঙের
শুভ জন্মদিন।
কুলা ব্যাঙের জন্মদিনে
কতো ব্যাঙের মেলা,
আনন্দেতে গাইছে গান
ব্যাঙের ছাঁনা একেলা।
কেক কাটবে কুলা ব্যাঙ
আজকে জন্মদিনে,
কতো উপহার দেখো
আনছে সবাই কিনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com