বাড়ি বাড়ি শিশু-কিশোর
করছে অনেক ফানি,
ঈদের নামাজ পড়ে সবাই
করবে যে কুরবানি।
গরু ছাগল ভেড়া মহিষ
গলায় বেঁধে রশি,
বটতলাতে নিয়ে খোকায়
রয় যে সেথায় বসি।
একে একে সকল পশু
মাঠে করে জবাই,
গোস্ত কোটে শিশু-কিশোর
নারী-পুরুষ সবাই।
কোটার শেষে তিন ভাগেতে
গোস্ত ভাগ'ই করে,
বিলাই গরীব ছিন্নমূলে
আপন স্বজন ঘরে।
গোস্ত পেয়ে গরীব দুখি
খুশি হলে জানি,
কবুল করেন মহান আল্লাহ
সবারি কুরবানি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com