গাঁও গেরামের শিশু-কিশোর ভোর হলে ভাই,
গোসল সেরে মজার স্বাদের খায় যে সেমাই।
নূতন জামা কাঁপড় পড়ে বাবার সাথে,
যায় যে ঈদের পড়তে নামাজ ধরে হাতে।
নামাজ শেষে পশু নিয়ে করে জবাই,
গোস্ত খেয়ে শোকর করে মুসলিম সবাই।
আযহার দিন ভাই গোস্ত থাকে বাড়ি বাড়ি,
থালা ভরে খায় যে সকল পুরুষ নারী।
গোস্ত খেয়ে শোকর করে খোদার তরে,
ঈদের দিন আসুক ধনী দুখির ঘরে।