প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
কুয়াশা ভেজা শীত
সাদা মেঘের ডানায় চড়ে
প্রকৃতিতে আসে ধেয়ে,
শীত ঋতুতে কাশবন ফুলে
প্রাণবন্ত হয় পরশ পেয়ে।
পৌষালি মন সিক্ত রোদে
কুহেলী রয় পথের বাঁকে,
উপন্যাসের পাতা জুড়ে
গল্পকথন ছবি আঁকে।
নদীর কূলে ছাউনী ফেলে
শীত কন্যারা বসত করে,
হিমালয়ের বরফচূড়া
শীতল মনে ঠান্ডা ছড়ে।
সূর্যের আলোয় সবুজ বনে
ছিটায় যেন মুক্তার দানা,
শর্ষে ফুলের হলুদ শাড়ি
বধূর উড়ছে আঁচল খানা।
রামধনুর সাত রঙের মেলায়
হারাই আমি অবুঝ মনে,
মাতাল হয়ে থাকি নেশায়
শীত অপরূপ প্রেমের সনে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com