কি নিয়ে আসবে পঁচিশ?
শীত, গরমের টানে!
ঝড়, তুফান আর ভূমিকম্পে
কেউ বা, তা কি জানে?
হায়াত, মউত তারি হাতে
ভালো, মন্দের হোতা,
রিজিক তার হাতের মুঠোয়
তিনি অন্নদাতা।
বসুন্ধরায় বিচরণে
তুমি দিবে পানাহ,
প্রভু তুমি শেষ ভরসা
হালাল দিও খানাহ।
চাঁদ, সূর্য, গ্রহ তাঁরা
আসমান, জমিনের মালিক
কিছুক্ষণের এ ধরাতে
আছি হয়ে বণিক।
শুদ্ধ করো মোদের গুনাহ
বালা মুসিবত সরে,
পঁচিশ যেন রহমত বহে…
বাংলার সকল তরে।