পথেই কাটে দিন-রজনী
পায়ে নিগড় বেড়ী,
কী ছিলো তার স্বপ্ন আশা
কে নিলো তা কাড়ী?
কী ছিলো তার হওয়ার কথা
কী হলো সে আজ,
কোথায় গেলো বংশাবলি
কিসের সরম-লাজ?
মেধার কি তার কমতি ছিলো
কম ছলো কি রূপে,
কাউকে দেখে ঢিল ছুঁড়ে আজ
আবার কাঁদে ফুঁপে।
হায়রে মানুষ কিসের বড়াই
দম্ভ কিসের লাগি,
সেইতো খোদার আসল মানুষ
যে হয় স্বার্থ ত্যাগী!
কিসের টানে কার লাগি যে
এমন পরিনতি,
যায় কি জানা মনের খবর
কিসে এমন গতি!