এত, কিসের দেমাগ
কিসের ও রাগ…
ও মানব তোমার মনে..?
মরলে, আগুনে পুড়াতে তোমায়
নিয়ে যাবে শ্মশানে…
নইলে, কাফন পরাই দেবে কবর
কোন এক গোরস্থানে।।
ছাঁই হয়ে যাবে উড়ে
নইলে, কবর দেশে রবে পড়ে।।
পোক ধরবে তারপরে যে
সারাটা শরীর জুড়ে…
পোকা, কুরে কুরে খাবে শরীর
মাংস, যতক্ষণ রবে হাড়ে
তখন, কি হবে তোমার উপায়
স্রষ্টাই তা-ভালো জানে।।
কোথায় রবে অহামিকা..
কোথায়, রবে বলো দালানকোঠা
রাজপ্রাসাদ অট্টালিকা?
যখন, সুন্দর তোমার দেহটাতে
কিলবিল কিলবিল করবে পোকা?
ঝাঁকে ঝাঁকে পোকা যখন
ঢুকবে তোমার নাকে মুখে
তোমার, খাবে ছিঁড়ে দেহ চক্ষু
ঢুকবে পেটে দুটি কানে।।