আজ আর অনেক কিছু ভাবিনা
কে ভালোবাসেন?
আবার কে খোঁজ রাখেন না
কে পিছনে হাসেন?
পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী
আজ আমি আছি
কালকে আমিই তো থাকবো না
তবে সময়টুকু নিজের জন্যে বাঁচি
ভালো কাজের সাথে বাঁচি।
কেন নয়, স্বার্থ ভরা দুনিয়ায়
সবাই যখন খুব ব্যস্ত
নিজের স্বার্থপরতা নিয়ে
তখন আমাকে শিখতে হবে
জীবনের বাস্তবতা দিয়ে।
যে একহাত জলে নামতে চায়না
আমার জন্যে, তার জন্যে নামার
কোন দরকার নেই।
সে পিছে যা বলে বলুক
বলতে দিন, একসময় থেমে যাবে।
ক্লান্ত হয়ে যাবে। তখন হতাশ হয়ে
আবার ফিরে আসবে
অপেক্ষায় থাকি, থাকুন।