ঐ যে দেখো কাশবনেরা
বাতাশেতে দুলে,
নিচ্ছে সবে খুশিমতো
সাদা ফুল যে তুলে।
মৃদু হাওয়ায় দুলছে ওরা
দেখলে ভরে মনটা,
এসো না হায় ঘুরতে আজকে
কাশের পুরো বনটা?
এঁকেবেঁকে নদীর তীরে
কাশের শত মেলা,
আজকে না হয় দেই কাটিয়ে
সাধের বিকাবেলা?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com