নদীর ধারে কাশেরফুল
বাতাস এলে নাচে
জলের মাঝে হাসতে থাকে
খলসে পুঁটি মাছে।
সাদা রঙের ফুলের শোভা
চোখ জুড়িয়ে যায়
ছোট্ট খোকা কাঁদলে পরে
ফুল দেখায় মায়।
শিশুর হাসি ফুলের হাসি
নদীর তটে খেলা
শরৎ এলে বইতে থাকে
নদীর চরে মেলা।
নানান পাখি গাইতে থাকে
নানা রকম গান
ফুলের মোহে মোহিত হয়ে
আকুল করে প্রাণ।
সাদা মেঘের ভেলার মতো
বাতাসে দেয় দোলা
কাশেরফুলে পাগল হয়ে
শিল্পী আত্মভোলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com