ঐ আকাশে চাঁদ উঠেছে
খোকন দেখেছে ভাই,
ঈদ এসেছে ঈদ এসেছে
হাসি খুশি যে তাই।
চাঁদের হাসি আকাশ জুড়ে
ঈদুল আজহার ভিড়ে,
নৈকট্য লাভের দিন এসেছে
পশু কোরবানি ঘিরে।
কাল সকালে ঈদের দিন
খুশির সীমানা নাই,
সকাল সকাল ঈদ সালামি
বড়দের কাছে চাই।
পাঞ্জাবী আর টুপি পড়ে
সবে ঈদগাহে যাই,
ঈদুল আজহার নামাজ পড়ি
এক কাতারে সবাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com