এক বনে এক শিয়াল ছিল
রং ছিল তার কালো
সুযোগ পেলেই বলতো সেজন
কালো সবচে' ভালো।
কালো জনের বুদ্ধি বেশি
কালো কাজে আসে
রাতের আকাশ কালো বলে
চাঁদের আলোয় হাসে।
সর্ব রোগের প্রতিষেধক
কালো জিরায় আছে
কালো মাও সবার সেরা
সব সন্তানের কাছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com