ভ্রমর কালো দুটি আঁখি, হেথায় যবে চেয়ে দেখি। লাগে দারুণ বেশ, পবনেতে দোলে যেন তোমার লম্বা কেশ। বাঁকা ঠোঁটে হাসি দিলে, ঢোল পড়ে দুটো গালে, ওগো তুমি নাচো তালে তালে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান