নীল আকাশের বুকে সাদা মেঘ ভেসে,
নীলিমার কথা যেন বলে হেসে হেসে।
আকাশের রূপ শোভা ফুটে ওঠে তাই,
বারির লাগিয়া এতে কোন জল নাই।
কালো মেঘে থাকে বারি ধরনীর তরে,
অঝোরে ঝড়িয়া জল ধরা ওঠে ভরে।
ফুলে ফলে ভরে ওঠে ধরনীর বুক,
কালোয় লুকিয়ে থাকে ধরণীর সুখ।
আঁধার নামিয়া ভবে রাত হয় কালো,
তাইতো ফুটিয়া ওঠে জোছনার আলো।
রাতের আঁধারে যদি নাহি থাকে কালো,
চোখের তাঁরায় নিদ হবে নাতো ভালো।
ঘুম যদি নাহি হয় ভাঙিবে জীবন,
কেমনে দেখিবে বলো সুখের স্বপন।
চোখ কালো দাড়ি কালো আর কালো চুল,
কালোয় ভরিয়া থাকে জীবনের ভুল।
যদি ভাই কালো থাকে মোর চুল দাড়ি,
কত ভুল করি মোরা বুঝিতে না পারি।
যেদিন পাকিয়া যায় সব চুল দাড়ি,
বুঝিতে পারি যে সব যেতে হবে ছাড়ি।
কালো মেয়ে চোখে মোর নাহি লাগে ভালো,
গুনীজন বলে কালো জগতের আলো।
কালো মেয়ে যদি কারো ঘরনি যে হয়,
সেই ঘর ভরে ওঠে সুখের আলোয়।
ভালোবাসো মন ভরে কালো কোন নারী,
জীবন ভরিবে সুখে দিয়ে সুখ বারি।
কালোয় ভরিয়া থাকে যত পাপ তাপ,
আর কালো জীবনের যত অভিশাপ।
মরনের রং কালো কভু যে না মানি,
শুনে গুনীজনে তাহা কালো বলে জানি।
শোকের প্রকাশ ভাই কালো দিয়ে হয়,
নরকের রং কালো সব জনে কয়।
কালোয় ভরিয়া থাকে অশুভর আলো,
জীবনের তরে কালো যেন হয় ভালো।