প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ
কালবৈশাখী
বৈশাখ এলে যে শুরু হয়
কালবৈশাখী ঝড়,
বুড়োবুড়ি বসে যে ঝড়ের
ভয়ে কাঁপে থরথর।
গরমের মাঝে হঠাৎ করে
ঝড়ের আগমন,
বায়ুর তীব্র গতিতে ক্ষতি
গাছপালা আর বন।
ঝড় এসে সকল কিছুকে
করে অনেক ক্ষতি,
গ্রাম বাংলার লোক বলে
আগে জানতাম যদি।
করতাম ঠিক ভালো মত
নিজের সুখের নীড়,
সাহসে যে রুখে দাঁড়াতাম
বলতো লোকে বীর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com