চারদিকে সুনসান নীরবতা ঢেকে আছে
মফস্বল কোন এক অচেনা নগরী যেনো।
কিছু দার কাক কা কা করছে পাতাহীন-
ফুল ও ফলহীন ডালে বসে মরার নগরে।
ভ্যা ভু পু পু শব্দেরা কষ্ট করে না, রাজপথে
জনহীন শহরের কান্না ঘুমন্ত নগরের বুকে।
একটু ফাঁকা পেয়ে, শহরবাসীর যেন মন -
ভালো নেই, ঘমঘমা কথার কুজাঘুরি গল্প নেই।
এখানে বিকিকিনি জমজমাট ছিল, আজ নেই
অথচ এমন শহর চেয়ে ব্যাস্ত ব্যাকুল কিছু লোক।
আজ ভালো লাগে না, নিয়মিত কোলাহল ছাড়া
নিরবতার এই মস্ত বড় শহর ও নগর বন্দর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com