পাখির বাসায় ডিম দেখেছি
ডিম গুলোর রঙ কালো,
সাদার পরে কালোর ছিটা
দেখতে ভারি ভালো।
কোন পাখিতে ডিম পেরেছে
নাইকো কারো জানা,
কানাকুয়ায় ডিম দিয়েছে
বলল আমার নানা।
বেতের ঝাড়ে কাঁটার ভিতর
সেই পাখি বাস করে,
নিরাপত্তার চিন্তা করে
খুব গোপনে ডিম পারে।
কানাকুয়ায় মাঝে মাঝে
তা দিয়ে যায় ডিমে,
একটি পাখি বাসায় থাকে
আর একটি যায় জিম এ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com