কাজের মাসি কাজের মাসি
তোমার জন্য বেশতো আছি।
বাবা ওঠেন ভোর পাঁচটাতে
মা জাগেন সেই দশটাতে।
মাসি এলেই টিফিন জোটে
তারপর মুখে হাসি ফোটে।
তুমি এলে রান্না খাওয়া
আমার তবে স্কুলে যাওয়া।
মা চলে যান আগেই অপিস
ছুটির দিনে হা পিত্যিস।
কান্না পেলে কাকে বোঝাই
খিদে হলে মাসিকে জানাই।
কাজের মাসি না এলে মেঘলা
আকাশ ভারি বসে একলা।
কাজের মাসি কাজের মাসি
তোমায় আমি যে ভালোবাসি।
কাজের মাসি কাজের মাসি
তোমার জন্য আমরা বাঁচি।
ত্রুটি হলেই সবাই বকে
সবাই দ্যাখে বাঁকা চোখে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com