আমার শ্রমের ঘামের দাম
চেনাতে নয়তো নিজের নাম
হঠাৎই হাসা একটু ঝলক
বলতে পারো কাজের বালক!
চলুক চুলচেরা খোঁজ কাজের
নিছক ভুলভরা ফেক সাজের
শত্রুরও হবেনা সাহস তত
কিকরার করেছে সবইতো!
মিছামিছি হাসিখুশী হুল্লোড়ে
মিত্রবেশ তোদের খুলবরে
চালাক চাতুরীর ঝাঁপি এবার
সময় এসেছে আলগা দেখার!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com