কবি কাজী তানজিল আহম্মদ ৮ সেপ্টেম্বর ২০০৩ সালে বাংলাদেশের স্বনামধন্য জেলা চাঁদপুরে জন্মগ্রহণ করেণ। তার পিতার নাম মো. আবু তাহের কাজী। তার মাতার নাম তাসলিমা বেগম। কবির ছেলেবেলা কাটে গ্রামে। মায়ের কাছ থেকেই কবির শিক্ষাজীবন শুরু হলেও পরে নিজ বাড়ির কাঁচারিতে মক্তবে,পরে আল-আমিন মডেল একাডেমি থেকে প্রথমিক, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যলয় থেকে নিন্মমাধ্যমিক ও মাধ্যমিক শেষ করে।পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য চাঁদপুর সরকারি মাহাবিদ্যালয়ে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক চলাকালে কবি শের-এ-ই-বাংলা ছ্ত্রাবাসে অবস্থান করেন। পরবর্তিতে করোনা মহামারি ভাইরাসে ছাত্রাবাস বন্ধ হয়ে যাওয়ায় কবি নিজ বাড়িতে ফিরে যান। বাড়িতে থেকেই কবি উচ্ছ-মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে আবারও চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে অধ্যায়নরত অবস্থায় আছেন। তিনি এখন শহিদ জিয়া ছাত্রাবাসে অবস্থান করতেছেন।