সন্ধ্যা নদীর তীরে
সবুজ শ্যামল ছায়া
হৃদয়ে দাগ কাটে
অপরূপ এক মায়া।
কাউখালীর গন্ধর্ব্য
রূপসী এক গেরাম
অঘ্রানে ধানের ক্ষেত
বাহ্ নয়নাভিরাম।
পথের ধারে খেজুর
গাছের সুবাস হাসি
শীতের ফসল ফলায়
গাঁয়ের সুজন চাষী।
আযান ভাসে দূরে
মন্দিরে মায়ের গান
চৌরাস্তায় হাট বারে
অতিথির বাঁচে মান।