লাব ডাব লাব ডাব
ধুকপুক করে হচ্ছে বুকে কাঁপন
এই, কাঁপন-টুকুর নামই তো
হলো জীবন,
বন্ধ হলে একবার এই -না কাঁপন
তখন, সেক্ষনেই তোমার যে
হবে মরণ।
তারপরেই সবার চোখে
হবে তুমি লাশ,
কেউ -খুঁড়তে যাবে কবর
কাটবে কেউ বাঁশ।
কেউ -বা তোমার জন্য কিনতে
যাবে কাফন,
গোসল করাই কাফন পরাই
করবে দাফন।
তখন থেকেই ও-পারেতে
হবে তোমার বাস,
করোনা তাই কখনো যেনো
কারোর সর্বনাশ।
তুমি, পাশ যদি করতে পারো
তোমার, কর্ম গুণে…
তোমায় হারায় কাঁদবে তবে
সারাটা ভুবন।
তাই, শ্বাস-প্রশ্বাস যতক্ষণ
বয় দেহেতে..
চাষ করো ভালো ফসল
ফলে যাতে।
আজ, ভালো যদি হয় তোমার
কর্মের ফল…
তবে, পরকালে প্রভু তোমার
হবেন আপন।