বৈশাখী মেলায় বসত দোকান
থাকতো কাঁচের চুড়ি,
নানা রকম নানান রঙের বেশ
মানাতো হাতে ভারী।
দুর সীমানায় এক প্রান্তে যেন
বসতো চুড়ি দোকান,
রঙ বেরঙের চুড়ি কিনে পড়ে
খুশিতে ভরায় প্রাণ।
দু’হাতে যেন কাঁচের চুড়ি ভরে
যেতাম নদীর পাড়ে,
হাতে চুড়ি যে মানাতো দারুণ
বাজতো সুন্দর করে।
লাল নীলে কাঁচের চুড়ি দেখে
মনটায় জুড়িয়ে যায়,
ছোট্র ছোট্ট সব সোনা মনিরা
বেশ আনন্দ যে পায়।