ঝুলে আছে গাছের শাখে
গাছের শাখে ঝাঁকে ঝাঁকে
দেখতে দারুণ লাগে
সবুজ বরণ আম গুলো আজ
খেতে ইচ্ছে জাগে।
লবন ঝালে চেটেপুটে
শেষ হয়ে যায় হরিলুটে
আর থাকেনা বাকি
কাঁচা আমের মজা নিতে
সবাই চেয়ে থাকি।
আমের আচার খেতে ভালো
আমের মজা ছড়ায় আলো
আমের বাগে আসি
নানান রকম আচার খেতে
বড্ড ভালোবাসি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com