পাশের বাড়ির রফিক মিয়া
সে হল ডাক্তার,
চুলগুলো কুকড়ানো
মুখ ভরা গোঁফ তার।
বাড়ির পাশে আছে তার
রোগী দেখার চেম্বার,
তার এক রোগী আছে
সে হল মেম্বার।
ডাক্তারের কাছে রোগী এলে
আগেই দেয় কিছু টেস্ট,
টেস্ট করবে কোন সেন্টারে
সেইটারো দেয় লিফলেট।
সেন্টার থেকে পার্সেন্টেস খায়
আরোও খায় কোম্পানি গিফট,
গ্রাম থেকে হতে চায়
শহরের দিকে শিফট।
ডাক্তার তো নয় সে
সে হল কসাই,
তারপরও তাকে আমরা
বলি ডাক্তার মশাই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com