বুকের ভেতর কষ্ট গুলো খামচে ধরে আমায়
উপর থেকে কষ্ট আমায় নিচের দিকে নামায়।
চোখের জলে চিবুক ভেজে স্বপ্ন সবই বিলীন
আসবে না আর গীতির ফাগুন বসন্তটা রঙ্গিন।
একা একা বসে ভাবি কেন এমন হলো
কেন আমার দুটি চোখে কান্না ছলোছলো!
কোন পাপে আজ ধরাশায়ী স্বাস্থ্য মনের বলটা?
হৃদয় থেকে মরে গেছে শরৎ শতদলটা!
কেউ দেখে না বিবর্ণ দিন কাটছে আমার কেমন
তোমার সাথে ছিলো কি কথা বলো প্রিয়া এমন?
তবে কেন চলে গেলে আমায় ফেলে একলা
তুমিহীনা আশার আলো হঠাৎ হলো মেঘলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com