• আজ- বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

কল্পনার ঝড়

মোঃ মামুন মোল্যা / ২১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

add 1

পৃথিবী নিস্তব্ধ;
এক ঝাঁক চিন্তার শকুন মস্তকে উড়ে বেড়ায়,
মস্তিষ্কে আসন পেতে মিটিং করে মিছিল করে;
তারা বাহির হতে চায়;
কনকনে হিমে কায়া থরথর,
লক্ষ কোটি অনাথ পথ শিশু দর্শনে! এই অবহেলার কঠিন দেয়াল ভেঙে-চুরে,
দুর্দশা লয়ের আয়োজন করে।

নক্ত নিস্তব্ধ;
আরেক ঝাঁক চিন্তার ফিঙ্গে ছড়িয়ে পড়েছে;
দুঃস্বপ্নের বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে,
শত দুর্নীতির হিমালয় বিনাশ করে; স্বপ্নের জালে ধৃতে করছে এতো আয়োজন।

নিশি নিস্তব্ধ;
আরেক ঝাঁকের কাক গভীর রজনী বাঁকে রেখে,মস্তিষ্ক করে চাষ।
নোংরা মিলনে বাড়ছে জারজ;

ভরছে বিশ্ব, ডরছে প্রীতি,

মরছে মনুষ্যত্ব ভুবন অবরুদ্ধ করছে আঁধারে;

ভিত্তিহীন মিলন পিতৃহীন শিশু প্ৰস্রাব;
নিধন করতে করছে শত আয়োজন।

রাত নিস্তব্ধ;

শত কল্পনার অচিন পাখি

এসেছে ঝাঁকে ঝাঁকে,

বসেছে মগজ বাঁকে করছে মিছিল মিটিং
হয়েছে সহ মত পাপ তাপ হবে সাফ সুনীতির গঠন রাজনীতিতে আনয়নে
চূড়ান্ত চলছে আয়োজন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT