আমি, একবার যদি কলম তুলি
তবে, প্রতিটা কথার শব্দ
স্তব্ধ করতে অত্যাচারীর অপরাধী কন্ঠনালী…
আমার, কলমের প্রতি আঁচড়েতে
ঝরবে শুধু অগ্নি গুলি।
উঠবে জেগে বিশ্বের মজলুম
বন্ধ করতে শোষণ জুলুম।
হারাম হয়ে যাবে তখন শোষকের চোখেরি ঘুম
সকল, কবির হাতের কলম যে
এক একটা তীক্ষ্ণ অস্ত্র
বুলেট হয়ে ধংস করতে পারে সে শত্রু সহস্র
সকল, শোষক গোষ্ঠীর উড়বে খুলি
বোবার মুখেও ফুটবে বুলি…
রাজপথে আসবে চলি।
রেগে যখন উঠবে ঈশান
জাগবে মুটে মজুর কিষাণ।
দুঃস্থের মুখে ফুটবে হাসি বাজবে বিজয় বাঁশী
তঁখন, মুক্ত হবে সকল দাসদাসী
উড়বে যখন বিজয় নিশান…
যখন, সকলেই প্রতিবাদের মুখটি খুলে
মারাত্মক মশাল হয়ে উঠবে জ্বলে…
সকল, শোষক পুড়ে ভস্ম হবে
সে বারুদ একবার ছুঁলি।