অন্যায়ের প্রতিবাদে ধরেছি কলম
কলমে কেটে কুশন লাগাব মলম।
অত্যাচারীর কৃপাণ করে খানখান
বিশ্বে উড়াব আবার শান্তির নিশান।
আমার অধিকারে যে করবে আঘাত
প্রতিঘাতে ভেঙ্গে দেবো আমি তার হাত।
এ শ্বাধীন দেশে আর কেউ নয় প্রজা
পূজারী হয়ে করো না পশুত্বের পূজা।
অগ্রজের রক্তে কেনা এ শ্বাধীন দেশে
আমরা থাকব সুখে নাগরিক বেশে।
বিত্তের বৈষম্যে গড়া সুরম্য প্রাসাদ
ভেঙ্গে তথা গড়ে দেবো বিচালির ছাদ।
মানুষের মাঝে আছে যত ব্যবধান
ঘুচিয়ে উড়াব তথা সাম্যের নিশান।
শোষণের হাতিয়ার করে চুরমার
ফিরিয়ে আনব ফের হৃত অধিকার।
এ জমিনে যতবার আসবে স্বৈরাচার
আমরাও ততবার ভেঙ্গে দেবো ঘাড়
কলমে কাতর করে যত বেয়াদব
এ অসভ্য সভ্যতাকে শেখাব আদব।