যার কর্মের যা ফল দাঁড়াবে
সময় মত ফল সে পাবে ।।
আমি, মরি তাই যে ভেবে ভেবে
যেদিন, এ দেহ রুহু ত্যাগ করিবে
কি যে সেদিন আমার হবে?
কোন, কর্ম ফল হবে না বৃথা
এ-যে আল-কুরআনের কথা।।
কুরআন পড়ে তাই ঘোরে মাথা
কি করছি সব আমরা ভবে?
শূন্য যে আজ পূর্ণের খাতা
পাপে, ভরে গেছে সকল পাতা।।
মনে, বাড়ে তাইতো হায় হুতাশা
আমি, মরলে সঙ্গে কি যাবে?
জীবন, বেলা যায়-রে ফুরায়
সময় তো আর খুব বেশি নাই।।
এবার, একটু তাই ভাবো-রে মন
না ভাবলে আর ভাববে কবে?