আল্লাহ তোকে যা দিয়েছেন
তা নিয়ে তোর কিসের বড়াই
ফর্সা গায়ের তকমা নিয়ে
এ তোর কেমন বোকার লড়াই
এ লড়াইয়ে তোর কি নিজের
গর্ব করার আছে কিছু
তার উপরে উল্টো আবার
কিছু লোকের লাগিস পিছু
হয়তো তাদের চামড়া কালো
নয়তো দেহে ত্রুটি আছে
কিন্তু এতে তাদের কি দোষ
কেনো লাগিস তাদের পাছে
তাদের দেহের গড়ন গাড়ন
তাদের কথায় হয়নিতো রে
আল্লাহ যেমন দিছেন তেমন
তোকেও যদি তেমন করে
গড়ে দিতেন তখন কেমন
লাগতো রে তোর বল
রূপ সুষমা ভুলে গিয়ে
চরিত্রতে চল
চরিত্রটা নিজের কামাই
দেহের গড়ন ধার
কর্ম দেখেই বিচার হবে
কর্ম হলো সার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com