উচ্চবিত্ত বিলাসীতায়
দিন যে তাঁদের কাটে,
হালাল হারাম বন্ধু হয়ে
জল খায় যে এক ঘাটে।
উপঢৌকন নিচ্ছে তাঁরা
ঘুষখোর ভিন্ন নামে,
টাকা এখন পাত্র ভেদে
ভরে ঝুলি খামে।
মধ্যবিত্ত আফসোসে রয়
পায়না যেতে নীড়ে,
সুখে দুঃখে দিনাতিপাত
বাঁচার স্বপ্ন ঘিরে।
এই বাজারে আগুন জ্বলে
পানি আমলার হাতে,
মরে মরুক আমজনতা
কি আসে যায় তাতে?
গরীব মরছে রাস্তা ঘাটে
খাদ্য অভাব নিয়ে,
নেতারা সব খবর শুনে
কেউ দেখে না গিয়ে।