করি কেরানির চাকরি
কিনি তেল নুন লাকড়ি
মন খোঁজে শুধু স্যাকড়া
গায়ে পুরাতন ন্যাকড়া
মাথাভরা চুল ঝাঁকড়া
শখে খাই ভাজা কাঁকড়া
চাকরিটা কেরানির তবু
স্বপনের মাঝে বউ হবু
দেখে ফেটে যায় চামড়া
তাই খেয়ে যাই আমড়া
অফিসার মধু খেয়ে বলে, চাকর
নথিগুলো গিলে খেতে হবে হা কর
তার বাড়ে ভুড়ি
বাড়ে সিনাজুড়ি
আমার স্বপনগুলি
কুড়িতেই বুড়ি
অফিসার দেয় তুড়ি।