সব সময়ই পড়ে থাকি
প্রিয় চেনা ঐ শহরের পাণে,,
প্রিয় কিছু,,মানুষের আহব্বানে।
চকচকে মকমলে পার্থীব, জীবন ছেড়ে
হয়তো কখনো হঠাৎ পাড়ি জমাবো
” না ফেরার সেই ছেলেটির দেশে!
হারিয়ে যাবো ঝড়া পাতার সাথে
মিশে যাবো মাটির সাথে!
পড়ে থাকবে আমার স্মৃতি আমার সব কিছুই!
থাকবে না শুধু তোমাদের
বিরক্ত করা কবি নামক এই ছেলেটি!
বাস্তবতা আর সত্য শব্দ বুননে,
পৃথিবীতে রেখে যাবো তোমাদের মনে
আমার স্মৃতির স্বাক্ষর।
কোন একদিন থেমে যাবে আমার কষ্ঠনালী!
তবুও অনূভবে সুনতে পারবে,আমার উচ্চারিত শব্দ!
রেখে যাবো তোমাদের মাঝে আমার স্মৃতি চিহ্ন!
মানস পটে হয়তো বা ভেসে উঠবে,কবি নামক বন্ধুটির মুখক্ষানী।।