সুখের সাথে দিলাম আড়ি
প্রণয় দুঃখের সাথে,
কেমন যেন নিঃসঙ্গতা
একলা একা রাতে।
একলা একা দিনের আলোয়,
নেই তো কোনো সই,
দিন কাটে তো রাত কাটে না
কেমন করে রই?
সুখের সাথে হয় না দেখা
আমার অনেক দিন,
দুঃখের কাছে ছিল বুঝি
অনেক বেশি ঋণ!
এভাবে তো বিষাদ নিয়ে
বেঁচে থাকা দায়,
তবু দেখি খুব সহজে
বছর চলে যায়।