পাহাড়ের গায়ে জমে থাকা মেঘরাশি
ঝড়ে পড়ুক শরীরের সীমানা ছুঁয়ে।
দুখানি হাত বাড়িয়ে দিলাম
ভাবুকের কল্পনার নীলাকাশে।
আজ ভীষণ আনমনা
রঙিন কল্পনা,
ইচ্ছাতে হাবুডুবু খাচ্ছে মন।
দুদণ্ড প্রকৃতির বুকে
হৃদয়ের অদম্য সুখে,
বারবার চেয়ে দেখি
পড়ন্ত বিকেলের ছবি।
কান পেতে শুনি
গোধূলির নূপুরের ধ্বনি।